পশু কোরবানির মধ্যদিয়ে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা

করোনাভাইরাসের মহামারির প্রকোপে পৃথিবীজুড়ে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। এর মধ্যেই চলে এসেছে মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহৎ উৎসব- ঈদুল আযহার মাহেন্দ্রক্ষণ। ত্যাগের উৎসব নামে পরিচিত এ দিনটি বিশ্ব মুসলিম সম্প্রদায় নানা দেশের সংক্রমণ বিস্তার নিরোধের রীতি মেনেই উদযাপন করছেন।

আল্লাহর প্রতি সর্বাত্মক আনুগত্য ও ত্যাগের মহিমা নিয়ে যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

শনিবার ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্যদিয়ে অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব পালন করছেন মুসলিমরা।

চট্টগ্রাম- সারাদেশে মসজিদ নামাজ আদায় করেন অন্যদিকে খোলা মাঠে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে পারেননি। এরপর দেওয়া হয় পশু কোরবানি। এদিন অধিকাংশ পশু কোরবানি দেওয়া হয়। পরবর্তী দুদিনও কোরবানি দেওয়া যায়।

নামাজ শেষে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বিশেষ মোনাজাতে চাওয়া হয় করোনার প্রাদুর্ভাব থেকে মুক্তির।