আড়াই কোটি টাকার মাদক উদ্ধার : রেঞ্জ সেরার স্বীকৃতি পেল কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক :
মোহাম্মাদ গোলাম কিবরিয়া। লোহাগাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক। একজন চৌকস, মেধাবী ও কর্মঠ পুলিশ কর্মকর্তা। কোন মানুষের চোখ দেখলেই বুঝতে পারেন তার মনের ভেতরের জ্বালা কি? তাঁর মিষ্টি কথার রসে মজে একজন অপরাধী ব্যাক্তি অকপটেই নিজের দোষ স্বীকার করবেন তাতে কোন সন্দেহ নেই। এটি তাঁর অসাধারণ একটি গুণ।
উপ-পরিদর্শক গোলাম কিবরিয়া ২০১৭ সালের জুলাই মাসে লোহাগাড়া থানায় যোগদান করেন। গেল জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ পর বিভাগীয় পুলিশ ট্রেনিং এ যান টাঙ্গাইলে। দীর্ঘ ৬ মাস ট্রেনিং শেষে আবারো যোগ দেন লোহাগাড়া থানায়। বিগত ৭ মাস পূর্ব থেকে লোহাগাড়া থানার ওসি’র নির্দেশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাদকযুদ্ধে নামেন তিনি। চেকপোষ্ট বসিয়ে একের পর এক সফল অভিযান পরিচালনা করতে থাকেন। দেশে বৈশ্বিক মহামারী প্রাণঘাতী করোনার সংক্রমণ শুরু হলে লকডাউন কিংবা স্বাস্থ্যঝুঁকি এড়াতে দীর্ঘ তিন মাস এ অভিযান বন্ধ রাখেন। গত মে মাসে সরকার দেশে শিথিল পরিস্থিতি ঘোষণা করলে তিনি পূণরায় মাদক উদ্ধার অভিযান শুরু করেন। গত মে-জুন দুই মাসে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ৪০টি অভিযান পরিচালনা করেন তিনি। এসব অভিযানে জুন মাসে ৪৫ হাজার ১শ’ পিস ইয়াবা ও ৪০ লিটার ছোলাইমদ উদ্ধার করেন। যার অানুমানিক মুল্য ১ কোটি ৩৫ লাখ টাকা। মে মাসে ৩৩ হাজার ৮শ’ ইয়াবা ও ৩০ লিটার ছোলাইমদ উদ্ধার করেন। যার অানুমানিক মুল্য ১ কোটি ১৪ লাখ টাকা।এছাড়াও মে-জুন মাসে এ সংক্রান্তে ৯৫ জনকে আটক করে কারাগারে প্রেরণ করেছেন। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু করা হয়েছে। এদের মধ্যে জুন মাসে ২১টি, মে মাসে ১৮টি মামলা। গত দুই মাসে আড়াই কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার করেছেন তিনি। তাঁর এ সফল অভিযান পরিচালনার নেপথ্যের কারিগর ছিলেন লোহাগাড়া থানার চৌকস ওসি জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম। কোন কোন অভিযানে তাঁরা দু’জনই স্ব-শরীরে উপস্থিত ছিলেন বলে জানান গোলাম কিবরিয়া। তাঁর এ মাদক উদ্ধারে সন্তুোষ্ট হয়ে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই গোলাম কিবরিয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সেরা মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করেন। গত ১৬ জুলাই তাঁর এ কাজের স্বীকৃতি হিসেবে আনুষ্ঠানিকভাবে সম্মানা ক্রেষ্ট ও সনদ তুলে দেন বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম, পিপিএম। এসময় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল আলম পিপিএম (সেবা) সহ রেঞ্জ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম রেঞ্জ পুলিশের সেরা অফিসার নির্বাচিত হয়ে সম্মাননা ও সনদ গ্রহণের পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এসআই গোলাম কিবরিয়া জানান, এ স্বীকৃতি আমাকে কাজে আরো বেশী উৎসাহ যোগাবে বলে আমি বিশ্বাস করি। এ কাজে ধারাবাহিকতা বজায় রেখে সামনে এগিয়ে যেতে দোয়া ও সহযোগিতা কামনা করছি।