আমন ধানের চারা রোপন শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে আমন ধানের চারা রোপন শুরু করেছে কৃষকেরা । রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় ১২ হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে। ১২ হাজার হেক্টর জমিতে লক্ষ্যমাত্রার মধ্যে ২০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করা হয়েছে । অবশিষ্ট ফসলী জমিতে আমন ধানের চারা রোপন চলছে । রাউজানের হলদিয়া, ডাবুয়া, চিকদাইর গহিরা, নোয়াজিশপুর, রাউজান ইউনিয়ন ও পৌর এলাকার ৯নং ওয়ার্ড , ৮নং ওয়ার্ড, ৭নং ওয়ার্ড, কদলপুর ইউনিয়ন, পাহাড়তলী ইউনিয়নের উপর এলাকার ফসলী জমিতে আমন ধানের চারা রোপন করার ধুম পড়ছে । রাউজানের বিনাজুরী, পুর্ব গুজরা, পশ্চিম.গুজরা, উরকিরচর, নোয়াপাড়া, বাগোয়ান ইউনিয়ন ও পাহাড়তলী, কদলপুর, রাউজান ইউনিয়নের নিচু এলাকায় কৃষকেরা এখনো আমন ধানের চারা রোপন শুরু করেনি । রাউজান উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানান, রাউজানে এবৎসর আমন ধানের চাষাবাদের লক্ষ্যমাত্রা রয়েছে ১২ হাজার হেক্টর। তার মধ্যে ২০ হেক্টর জমিতে আমন ধানের চারা রোপন করছে কৃষকেরা । অবিশিষ্ট জমিতে আমন ধানের চারা রোপন চলমান রয়েছে । এবৎসর আমন ধান রোপন করার জন্য বীজতলা লক্ষ্যমাত্রা রয়েছে ৭শত ৫০ হেক্টর তার মধ্যে ৪শত ৫০ হেক্টর বীজতলায় আমন ধানের বীজ করা হয়েছে ।