কবিতা : আমার ঐতিহ্য- নিলয় রফিক

আমার ঐতিহ্য

অলস দপ্তরে বসে,দখিনা বাতাস
সামনে আগুনশিখা কাঠের সেলাই
শৈল্পিক মননে আঁকা,বোটের শরীর
রৌদ্রেঘামে চকচকে অম্লান সুরত।

শব্দের শ্রমিকেরক্ত উত্তরাধিকার
ডকে দেখি কারুকাজ,পিতার সৌরভ
সৃষ্টির আরাধনায় জোয়াইল্যা কাজে
বৈশাখে দুপুরে ছাদে কবিতার স্বর।

চিত্রকল্পে শিল্পজাদু অমিয় গ্রামীণ
নিভৃতে শেকড়েটানে পরিযায়ী ধ্যান
আদিশৈলী ইতিহাসে বোধের রহস্য
কাঠমিস্ত্রী কর্মচারু আমার ঐতিহ্য।

টীকাঃ
ডক- যেখানে নৌকা মেরামত করা হয়।
জোয়াইল্যা- রাজমিস্ত্রী বা কাঠমিস্ত্রী সহযোগি।