রাউজান উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির মনগড়া বিদ্যুৎ বিল আদায়

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধিন রাউজান উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় বিদ্যুৎ গ্রাহকের কাছ থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মনগড়া বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে । অতিরিক্ত বিদ্যুৎতের বিল নিয়ে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর রাউজান অফিসে এসে প্রতিদিন হাজার হাজার গ্রাহক বাড়তি বিদ্যুৎ বিল কমানোর জন্য আবেদন করলে ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা গ্রাহকের অভিযোগ না শুনে বাড়তি মনগড়া বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ করতে হচ্ছে বলে পল্লী বিদ্যুৎ সমিতির কয়েকজন বিদ্যুৎ গ্রাহক অভিযোগ করেন । করোনা ভাইরাসের প্রার্দুভাব শুরু হওয়ার পর থেকে গত মার্চ মাস থেকে পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহকের বিদ্যুৎ ব্যবহারের রিডিংয়ের চেয়ে দ্ব্গিুন, তিনগুন বেশী রিডিং লিখে মনগড়া বাড়তি বিদ্যুৎ বিল তৈয়ার করে গ্রহাকের কাছে বাড়তী বিদ্যুৎ বিলের কপি পৌছে দিচ্ছে । গ্রাহকেরা বাড়তি বিদ্যুৎ বিলের বিলের কাগজ নিয়ে এসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এসে অভিযাগ করলে ও বাড়তি বিলের টাকা না কমিয়ে গ্রাহকের কাছ থেকে বাড়তি বিদ্যুৎ বিলের টাকা আদায় করছেন । প্রতিদিন রাউজানের বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর রাউজানে এসে বাড়তি বিল কমানোর প্রচেষ্টা করলে ও কর্মকর্তারা গ্রাহকের কথা না শুনে বাড়তি বিদ্যুৎ বিলের টাকা আদায় করছেন বলে একাধিক গ্রাহক অভিযোগ করেন । রাউজানের ডাবুয়া ইউনিয়নের দক্ষিন হিংগলা এলাকার বিদ্যুৎ গ্রাহক মোহাম্মদ মিয়া হিসাব নং- ০৪-৬৮-১৬৮২, মিটার নং ২১২৪৫৭ । গ্রাহক মোহাম্মদ মিয়ার পুত্র কাজী আসলাম অভিযোগ করে বলেন, গত এপ্রিল মাসে বিদ্যুৎ বিল এসেছে গত মে মাসে বিদ্যুৎ বিল এসেছে ২হাজার ৬শত৮৬ টাকা, গত এপ্রিল মাসে বিদ্যুৎ বিল এসেছে ২ হাজার ২শত ৫০ টাকা । এপ্রিল ও মে মাসের বিদ্যুৎ বিলের টাকা সহ পুর্বেও সকল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় । গত জুন মাসে পুর্বের মাসের বিলের টাকার চেয়ে দ্বিগুন হাওে ৪ হাজার ৭শত ৭৭ টাকা বিদ্যুৎ বিল দেওয়া হয় । বিদ্যুৎ বিলে ৬শত ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে লেখা থাকলে ও মিটারে রিডিং রয়েছে ২শত ইউনিটের নিচে । কাজী আসলাম বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে গত৫ জুলাই রবিবার সকালে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর রাউজানে গিয়ে বাড়তি বিলের ব্যাপারে অভিযোগ করলে তাকে পরে আসার জন্য বলে বিদায় করে দেয় বলে কাজী আসলাম জানান । এ ব্যাপারে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সভাপতি তসলিম উদ্দিন বলেন, গ্রাহকেরা গত কয়েকমাস ধরে বাড়তি বিদ্যুৎ বিলের ব্যাপারে অভিযোগ করার পর বাড়তি বিদ্যুৎ বিল পুনরায় যাছাই বাছাই করে বিদ্যুৎ বিল সংশোধন করে গ্রাহকের কাছ থেকে বাড়তি বিল না নিয়ে যে পরিমান বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে ঐ পরিমাণ বিদ্যুৎ বিলের টাকা নেওয়ার জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যনেজার সহ সকল কর্মকর্তাদের অনুরোধ করেছি ।