দক্ষিণ কাঞ্চনায় ত্রাণ বিতরণ

দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে ত্রাণ বিতরণ

ক্লীনটন দাশ সুমন মহামারী করোনা ভাইরাসের জন্য ৩ জুলাই শুক্রবার সাতকানিয়া দক্ষিণ কাঞ্চনা শ্রী শ্রী মা মগদেশ্বরী মন্দির ভক্তবৃন্দ ও স্বর্ণ সারদা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যােগে ১০০ পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র উপহার হিসেবে বিতরণ করেন চট্টগ্রাম প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড.স্বপন কুমার পালিত।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি চুয়েটের প্রফেসর ড.স্বপন কুমার পালিত,বিশেষ অতিথি দঃ কাঞ্চনা এন এ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হারাধন দাশ, বিশেষ বক্তা প্রদীপ পালিত উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক পুলিশ অফিসার মনোরজ্ঞন পালিত,গণেশ পালিত,আশিস পালিত শিবু পালিত,সুভাস চৌধুরী,রাজীব তালুকদার, বিশু দাশ।অনুষ্ঠান সঞ্চালন করেন শিবু পালিত। বিকাল ৩.৩০ মিনিটে পবিত্র গীতাপাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।গীতা পাঠ করেন শিপন পালিত।ড.স্বপন কুমার পালিত তার বক্তব্যে বলেন”৪০ বছর আগে গ্রাম থেকে চলে যাওয়ার পরেও গ্রামের তেমন উন্নয়ন না দেখে আমি দুঃখিত।বিশ্বের এমন সংকটে আমি মর্মাহত। আমাদের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা এই মহামারী থেকে জনগণকে বাঁচানোর জন্য নানা রকম উদ্দ্যেগ গ্রহণ করেছে।প্রধানমন্ত্রী উদ্দ্যেগগুলোকে স্বাগতম জানাই এবং সকল জনগণকে উনার পাশে থাকার জন্য অনুরোধ করছি।”তিনি আরো বলেন” আমার বাবা মায়ের নামে এই গ্রামে একটা অনাথ আশ্রম ও বৃদ্ধ আশ্রম করার পরিকল্পনা করেছি।ইতিমধ্যে জায়গা ক্রয় করা হল।এই মহৎ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।সবার উৎসাহ ও সহযোগিতা পেলে এলাকায় মহিলা উচ্চ বিদ্যালয় ও কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করাও পরিকল্পনা করেছি। সবশেষে তিনি “করোনা যুদ্ধে জনগণের সেবা দিতে গিয়ে যেসব সেচ্ছাসেবী, ডাক্তার,আইনশৃঙ্খলা বাহিনী শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।