গাউসিয়া কমিটিকে করোনায় মৃতদের কাফন-দাফনের সুরক্ষা সামগ্রী দিয়ে পাশে দাঁড়াল রেড ক্রিসেন্ট

মহামারী করোনাকালে রোগীসেবা ও মৃতদেহ কাফন-দাফনে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র অঙ্গসংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশকে সুরক্ষা সামগ্রী প্রদান করে পাশে দাড়ালো বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট ও যুব রেডক্রিসেন্ট এ্যালমনাই, চট্টগ্রাম। এ উপলক্ষে গতকাল দুপুরে নগরীর বহদ্দারহাটস্থ আর.বি.কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব মোহাম্মদ মহসিন বলেন- মানবতার সেবার জন্যেই গাউসে জমান সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ (রহ:) গাউসিয়া কমিটি প্রতিষ্ঠা করেন। যার প্রত্যক্ষ ফল ভোগ করছেন বাংলাদেশের আপামর জনসাধারণ। বিশ্বময় মহামারী করোনার এই ক্রান্তিকালে গাউসিয়া কমিটির কর্মীরা জীবনবাজী রেখে লাশ কাফন-দাফন ও রোগী সেবা কর্মসূচীতে নিবেদিত থেকে যেভাবে আল্লাহ-রাসূল (দ.) ও আপন পীর মুর্শিদের আদেশকে বাস্তবায়ন করছে তা বিরল দৃষ্টান্ত। তিনি গাউসিয়া কমিটির সেবা কর্মসূচীতে রেড ক্রিসেন্ট’র মত আন্তর্জাতিক সেবা সংস্থার সহযোগিতাকে স্বাগত জানিয়ে এর প্রতিদান আল্লাহ-রাসূল (দ.)’র পক্ষ থেকে তারা পাবেন বলে মত প্রকাশ করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দূল জব্বার’র সভাপতিত্বে অনুষ্ঠিত সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি আন্জুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সি. ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মুহাম্মদ মহসিন উপরোক্ত মত প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মহাসচিব আলহাজ্ব শাহজাদ ইবনে দিদার, দক্ষিন জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব কমর উদ্দীন সবুর, মহানগর গাউছিয়া কমিটির সদস্য সচিব সাদেক হোসেন পাপ্পু, গাউছিয়া কমিটির কেন্দ্রীয় মিডিয়া সেল আহŸায়ক অধ্যক্ষ আবু তালেব বেলাল, সদস্য এরশাদ খতিবী। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম এলামনীর সদস্য ও যুব রেড ক্রিসেন্ট সোসাইটির প্রাক্তন সাংগঠনিক বিষয়ক প্রধান আলহাজ্ব শাহাদাত হোসেন রুমেল’র সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া বশর জনকল্যাণ ট্রাস্ট’র চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ। আলোচনায় অংশ নেন যুব রেড ক্রিসেন্ট এলামনীর সদস্য আলহাজ্ব এইচ.এম. সালাহউদ্দিন, সাইফুল কাদের বিদ্যুৎ, আলহাজ্ব নিজামুল আলম খাঁন, আলহাজ্ব মোহাম্মদ হোসাইন খোকন, আলহাজ্ব জামাল উদ্দীন সুরুজ, যুব রেডক্রিসেন্ট সদস্য বখতিয়ার হোসেন জনি, ডাঃ ইফতেখার হোসেন, রনী চৌধুরী, হাবিবুল্লাহ, ইফতেখার হোসেন ইমু, এম জে মামুন প্রমুখ। অনুষ্ঠানের শেষান্তে অক্সিজেন সিলিন্ডার, পিপিই, স্যানিটাইজার, স্প্রে মেশিন, হ্যান্ড গøাভস, মাস্ক, গামবুটসহ সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়।