এআর গ্লাস তৈরির কোম্পানি কিনলো গুগল

অগমেন্টেড রিয়েলিটি গ্লাস তৈরির কোম্পানি নর্থ অধিগ্রহণ করেছে গুগল।

কতো টাকার বিনিময়ে কোম্পানিটি অধিগ্রহণ করা হয়েছে তা জানায়নি গুগল। ধারণা করা হচ্ছে, দুটি কোম্পানির মধ্যে ১৮০ মিলিয়ন ডলারের (১৮ কোটি ডলার) লেনদেন হয়েছে। গুগলের নতুন হার্ডওয়্যারে এআর প্রযুক্তি যুক্ত করতে কাজ করবে কোম্পানিটি।

কোম্পানির গত বছর জানুয়ারিতে ফোকাল ১.০ নামের একটি চশমা বাজারে আনে। সেসময় এর দাম ছিলো হাজার ডলার। এক মাসের মধ্যেই এর দাম ৪০০ ডলার কমানো হয়।

ফোনের সঙ্গে ব্লুটুথের মাধ্যমে লেন্স সম্বলিত চশমাটি কানেক্ট করে রাস্তা চেনা ও উবার ডাকার কাজে ব্যবহার করা হয়। চলতি বছর পর্যন্তই শুধু সিকিউরিটি আপডেট পাবেন ফোকাল চশমার ক্রেতারা। ফলে রিফান্ড দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি।

গুগলের অধিগ্রহণের পরও কোম্পানিটি কানাডার কিচেনার-ওয়াটারলু অঞ্চলেই নিজেদের কার্যক্রম পরিচালনা করবে। কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় ২০১২ সালে। তখন এর নাম ছিলো থালমিক ল্যাব।