আলোড়ন সংঘের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী

 

ঐতিহ্যবাহী আলোড়ন সংঘের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও অপরাধ মুক্ত সমাজ গঠন ও শান্তি শৃঙ্খলা বজায় রক্ষার্থে এলাকার কিশোর, তরুণ ও যুব সমাজকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে রাজনীতির উর্দ্ধ থেকে। সামাজিক কর্মকান্ডে একে-অপরের সাথে কাজ করতে হবে, তবেই একটি সুন্দর সমাজ গঠন হবে। অদ্য ৩রা জুলাই আলোড়ন সংঘ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এই আহŸান জানান। সংগঠনের সভাপতি সৈয়দ কুতরত-ই-বারি খোকন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলশী থানার অপারেশন অফিসার এস.আই মোঃ নুর উদ্দীন, সংগঠনের সহ-সভাপতি মোঃ জাফর উল্ল্যাহ মজুমদার, এ সময় উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক ইমতিয়াজ আহমেদ তাজ সান্নু, সাংস্কৃতিক সম্পাদক মাহাবুব জীবন, ক্রীড়া সম্পাদক সৈয়দ আল রাব্বি রিকু, নিউ ঝাউতলা সমাজ কল্যাণ পরিষদের আহŸায়ক এফ.আর আজাদ, নিউ ঝাউতলা মসজিদ পরিচালনা পরিষদের সেক্রেটারী এ.কে.এম জাকারিয়া, আবুল কালাম, আলী আজগর, বুলবুল, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হান্নান হীরা, পোর্ট সিটি ইউনিভার্সিটির ছাত্র লীগের সভাপতি কাজিম উদ্দীন, তরুণ ও যুব সমাজের নেতৃবৃন্দের মধ্যে মোসাদ্দেক হোসেন, রবিউল বাশার, নাছির উদ্দীন রুপু, আমির হোসেন, ইকবাল হোসেন, মনিরুল ইসলাম, শাহাদাত হোসেন মিন্টু, হোসাইন নয়ন, মোঃ নুরুল আবছার, আরিফুল ইসলাম, ফয়সাল উদ্দীন শিমুল, মোঃ আলমগীর, রিয়াদ প্রমুখ। অনুষ্ঠানে ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ১০০টি বৃক্ষ রোপন করা হয়।