বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে নিষ্ঠা ফাউন্ডেশন

বর্তমানে করোনায় মৃতদের গোসল-দাফন-কাফন-জানাযা ও আক্রান্তদের অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, এ্যাম্বুলেন্স ও টেলিমিডিসিন সেবা, উপার্জনহীন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ সহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে নিষ্ঠা ফাউন্ডেশন।

চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশন এর পক্ষ থেকে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নিষ্ঠা ফাউন্ডেশনকে তাদের চলমান দাফন-কাফন ও করোনা আক্রান্ত রোগী পরিবহনে একটি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। কিডনি ফাউন্ডেশনের এই উদ্যোগের সাথে ছিল RID3282-র কর্ণফুলী জোনের রোটারি ক্লাব অব রিভারাইন হালদা। গত ২৭ জুন ২০২০ শনিবার সকালে নিষ্ঠা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক কামাল উদ্দীন আহমদের হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন কিডনি ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। জনাব এম এ মালেকের বাসভবনের সামনে সংক্ষিপ্ত হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিডনি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম এ কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজওয়ান শাহেদী, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান, মুহাম্মদ ওমর আলী ফয়সল, রোটারি ক্লাব অব রিভারাইন হালদার সভাপতি রোটারিয়ান মুজিবুর রহমান চৌধুরী, রিভারাইন হালদার সেক্রেটারি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সদস্য রোটারিয়ান শাদ ইরশাদ এবং নিষ্ঠা ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান এবং চলমান প্রকল্পের আহবায়ক ড. মুহাম্মদ নুর হোসাইন, ব্যাংকার হাফেজ মুহাম্মদ ছালামাত উল্লাহ ও অর্থ সম্পাদক আসিক ইউসুফ চৌধুরী। এ সময় কিডনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও রোটারি ক্লাব অব রিভারাইন হালদার অ্যাডভাইজার ডা. মঈনুল ইসলাম মাহমুদসহ এ্যাম্বুলেন্স প্রদান কাজে সম্পৃক্ত সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়।