পতেঙ্গা করোনা হাসপাতালে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন ফয়সল ইকবাল

বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক এবং স্বাচিপ করোনা প্রতিরোধ কমিটির বিভাগীয় সমন্বয়ক ডাঃ মোঃ ফয়সল ইকবাল চৌধুরী ৪০ নং ওয়ার্ড পতেঙ্গা উচ্চ বিদ্যালয়ে স্থাপিত বন্দর ইপিজেড পতেঙ্গা করোনা হাসপাতাল এর জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। আজ বেলা একটার দিকে পরিদর্শনে এসে হাসপাতালের প্রধান সমন্বয়ক বিএমএ চট্টগ্রাম শাখার কার্যকরী সদস্য ডাঃ হোসেন আহম্মদ এর হাতে তিনি ১০০টি পিপিই, ২০টি ফেসশিল্ড, ১০টি গগলস সহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী তুলে দেন। এইসময় ডাঃ মোঃ ফয়সল ইকবাল চৌধুরী বলেন, বৈশ্বিক এই দূর্যোগে সারা পৃথিবীর ন্যায় বাংলাদেশেও এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে। হাসপাতালের বিপরীতে কয়েকগুণ রোগীর সংখ্যায় সারা পৃথিবীর স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে। ডাক্তার নার্সরা জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধ মোকাবেলা করছেন। আপনারা যেভাবে ব্যক্তি উদ্যোগে হাসপাতাল করে মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে বলতে চাই, আমি আপনাদের এই মানব সেবার একজন সহযোদ্ধা হতে চাই। আমি আপনাদের পাশে থাকবো।

এসময় তিনি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসা সেবার ধরণ,বহির্বিভাগ ও কোভিড ইউনিট পরিদর্শন করেন এবং হাসপাতাল কার্যক্রমে পরামর্শ প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি