কবিতা: হৃদয়ের কান্না- রহিমা ছিদ্দিকা

রহিমা ছিদ্দিকা

মৃত্যুর সাথে বসবাস-
মৃত্যুপুরী এই পৃথিবীতে ক্ষণে ক্ষণে ফেলি দীর্ঘশ্বাস
আমি এখন লাশ, পরপারে বসবাস
এপারে দেখে গেলাম শুধু, কি নিষ্ঠুর পরিহাস।

কতই না আপন বুকের ধনরা,
নিয়ে যা খাটিয়া খানা
পাথর চোখে চেয়ে আছি,
কী নির্মম এই মিলনধারা!
মানবতা গেল নির্বাসনে
চুপচাপ বিষাদ সবখানে,
পাষাণ হৃদয় কাঁদে না তো আর
লাশ আর লাশ সর্বত্রে।