দীঘিনালায় করোনা উপসর্গ নিয়ে প্রথম মৃত্যু

খাগড়াছড়ির দীঘিনালায় করোনা উপসর্গ নিয়ে এই প্রথম একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ২৩ আনসার ব্যাটালিয়নের জামতলি ব্যাটালিয়ান সদরের আনসার সদস্য। বুধবার পরীক্ষার জন্য তাঁর নমুনা পাঠানো হলেও মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবেদন আসেনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই মারা যান। নিহত নায়েক আব্দুস সাত্তার (৩৫) মাত্র ৭ দিন আগে ১৫ দিনের ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছিলেন। আগে থেকে শ্বাসকষ্ট থাকলেও ছুটি থেকে ফেরার পর তাঁর সর্দি, জ্বর ও কাশি ছিল। ছুটি কাটিয়ে আসার পর করোনা উপসর্গের সন্দেহ নিশ্চিত হতে তাঁকে পৃথক কক্ষে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। গত বুধবারে পরীক্ষার জন্য তাঁর নমুনাও পাঠানো হয়েছিল।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার জানান, মৃত আনসার সদস্যের মধ্যে করোনা উপসর্গ ছিল। তাঁর নমুনা পাঠানো হয়েছে; রিপোর্ট এখনো আসেনি।