আজাদের বহুমুখি কৃষি প্রকল্প

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেন তার বাড়ীর অদুরে সাহানগর এলাকায় দুটি বড়পুকুর ১১ একর জমিতে মাটি খনন করে গড়ে তোলেছে মৎস প্রকল্প । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেনের মৎস প্রকল্পে রুই,কাতলা, মৃগেল,কালিবাউশ, তেলাপিয়া সহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে । মৎস প্রকল্পের পাশে রয়েছে ফলের বাগান ।

ফলের বাগানে রয়েছে মাল্টা, আম,কমলা, থাই পেয়ারা, সরিফা, আতা, লেবু, আমলকি,জলপাই,জাম্বুরা, হরিতকি, পেপেঁ, পেয়ারা, গাছ, মৎস প্রকল্পের পাড়ে, বাগান বাড়ীর আঙ্গিনায় ঢেড়শ, বরবটি, করলা, ঝিঙ্গা,পরুল, শাক সব্জির চাষাবাদ । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন বলেন মৎস প্রকল্পের জন্য জমিগুলো জমির মালিকদের কাছ থেকে টাকা দিয়ে ইজারা নিয়ে মাছ চাষ করেছি । মাছ চাষের পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলের বাগান, সব্জি ক্ষেতের চাষাবাদ করে আসছি । মাছ চাষের প্রকল্প ও ফলের বাগান, সব্জি ক্ষেত করতে খরচ হয়েছে ২০ লাখ টাকা । মৎস প্রকল্প থেকে উৎপাদিত মাছ ও সব্জি বিক্রয় করে এপযন্ত দশ লাখ টাকা আয় করা হয়েছে । মৎস প্রকল্পে যে পরিমান নতুন করে মাছের পোনা দেওয়া হয়েছে । মাছের পোনা বড় হলে মৎস প্রকল্প থেকে ৫০ লাখ টাকার মাছ উৎপাদিত হবে বলে আশা করছেন রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদের মৎস প্রকল্পে ও ফল চাষের বাগান ও সব্জি ক্ষেতে ১০জন কর্মচারী রয়েছে । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন,কর্মচারীদের নিয়ে প্রতিদিন সকাল থেকে সারদিন মৎস প্রকল্পে ও ফলের বাগানে কাজ করেন। রাউজান উপজেলা মৎস অফিসার পিযুষ প্রভাকর বলেন, রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেন একজন সফল মৎস চাষী । রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ বলেন পৌর কাউন্সিলর আজাদ হোসেনের মৎস চাষ প্রকল্পের চারিদিকে ও পাশে বিভিন্ন প্রজাতির ফলের বাগান ও সব্জি ক্ষেত দেখলে মনে হয় দেশের কোন নামকরা পার্ক ও বিনোদন কেন্দ্র । রাউজান পৌরসভার কাউন্সিলর আজাদ হোসেনকে বিভিন্ন প্রজাতির ফলের বাগান গড়ার কাছে রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সহায়তা প্রদান করে আসছে । এবার পৌর কাউন্সিলর আজাদ হোসেনকে ৬০টি মাল্টা চারা ও সার প্রদান করা হয়েছে বলে রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ জানান ।