রাউজানে ৪৪৮ জন কৃষক পচ্ছেন বীজ, জৈব সার ও টাকা

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজানে ৪শত ৪৮ জন কৃষক ও কৃষানীকে ৮ জাতের সব্জি বীজ, জৈব সার, অজৈব সার প্রতিজন কৃষককে ১ হাজার ৯শত ৩৫ টাকা মোবাইল ব্যংকিংয়ের মাধ্যমে কৃষকের বিকাশ একাউন্টে প্রদান কর্মসুচির উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনয়েদ কবির সোহাগ । করোনার কারনে ক্ষতিগ্রস্থ কৃষকেদের প্রদত্ত সরকারের প্রণোদনা হিসাবে রাউজানের ৪শত ৪৮ জন কৃষক ও কৃষানীকে ৮ জাতের সব্জি বীজ,জৈব ও অজৈব সার সব্জি ক্ষেতের বেড়া ও চাষবাদের খরচ বাবদ প্রতিজন কৃষক ১হাজার ৯শত ৩৫ টাকা করে কৃষকের কাছে মোবাইল ব্যকিংয়ের মাধ্যমে প্রদান কর্মসুচির উদ্বোধন করেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । গতকাল ১৮ জুন বৃহস্পতিবার দুপুরে রাউজান উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসুচির উদ্বোধনী অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশিল, দিদারুল আলম,সজল চন্দ । রাউজানের ৪শত ৪৮ জন কৃষক কৃষানী ৮ জাতের সব্জি বীজ,জৈব ও অজৈব সার সহ ৮লাখ ৬৬ হাজার ৮শত ৮০ টাকা পাবেন প্রণোদনা হিসাবে ।