রাউজানে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু

শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রাউজান উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর ও উপজেলা খাদ্য কর্মকর্তা অফিসের উদ্যোগে সরকার কতৃক প্রতি কেজি৭ ২৬ টাকা করে কৃষকের কাছ থেকে বোরো ধান ক্রয় শুরু হয়েছে । গতকাল ৩ জুন বুধবার দুপুরে রাউজান উপজেলাি খাদ্য গুদামে হলদিয়ার কৃষক মোঃ ইকবালের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা করে এক মেট্রিক টন বোরো ধান ক্রয় করার মাধ্যমে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন রাউজানি উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ । এসময়ে আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা কৃষি অফিসার শাব্বির আহম্মদ, উপজেলা খাদ্য কর্মকর্তা তিমির বরণ দে, উপজেলা খাদ্য নিয়ন্ত্রন অফিসার তরুন কান্তি চাকমা, উপ৪জেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার নিয়াজ মোরশেদ, উপজেলা উপ সহকারীূ কৃষি কর্মকতা সনজিব কুমার সুশীল । রাউজান উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগ জানান, রাউজানে এবার ৩শত ৭৫ মেট্রিক টন বোরো ধান কৃষকের কাছ থেকে প্রতি কেজি ২৬ টাকা প্রতি টন ২৬ হাজার টাকা করে সরকার ক্রয় করবে । আগামী ৩১ আগষ্ট পযন্ত সময়ের মধ্যে কৃষকের কাছ^ থেকে বোরো ধান সংগ্রহ করা হবে ।