বান্দরবানে নতুন করে আর কেউ কভিড-১৯ সংক্রমিত হয়নি

গত ৩১ মে ৩ জন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার পর গত দুদিনের নমুনা পরীক্ষায় বান্দরবানে নতুন করে আর কেউ কভিড-১৯ সংক্রমিত হয়নি।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানিয়েছেন, ৩১ মে পর্যন্ত মোট ৩১ জন আক্রান্ত ছিল। এরপর নতুন করে কেউ আক্রান্ত না হলেও ১ জুন লামার এক স্বাস্থ্যকর্মীসহ মোট ১৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে ফিরে গেছেন।

তিনি জানান, পরপর দু’বার নমুনা পরীক্ষা নেগেটিভ আসায় ৩ জুন আরো দুজনকে ছাড়পত্র দেওয়া হবে। এর ফলে সম্পূর্ণ সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ১৬ জনে দাঁড়াবে।

এদিকে আশপাশের চট্টগ্রাম ও কক্সবাজার জেলার সাতকানিয়া, চন্দনাইশ, লোহাগাড়া, চকরিয়া, রামু, কক্সবাজার সদর, উখিয়া এবং টেকনাফ উপজেলা দিনে দিনে করোনা হটস্পটে পরিণত হওয়ার বান্দরবান জেলাকে কতদিন নিরাপদে রাখা যাবে, তা নিয়ে সন্দেহপোষণ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

সম্প্রতি লকডাউন তুলে নেওয়া, যানবাহন চলাচল এবং ব্যবসা-বাণিজ্যের ওপর কড়াকড়ি তুলে দেওয়ার সুযোগ নিয়ে আশপাশের এলাকা থেকে অবাধ অনুপ্রবেশ ঘটার আশংকা করছেন তারা।