কাপ্তাইয়ে বন্যহাতির আক্রমনে মহিলার মৃত্যু

নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই কাপ্তাই উপজেলাধীন ২নং রাইখালী ইউনিয়নের ডংনালা এলাকায় বন্য হাতির আক্রমনে এক মহিলা নিহত হয়েছে। নিহতের নাম উনু মারমা(৪৫), স্বামী – মংথোয়াই মারমা। নিহতের বাড়ী রাইখালী ডংনালা মারমা পাড়ায়। ঘটনাটি ঘটেছে রোববার (১৭ মে) সকাল প্রায় ৭ টায় এলাকার হাতিমারা নামক স্থানে। স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, নিহত মহিলা রোববার সকালে ডংনালা হাতিমারা এলাকার উপরের পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি তাকে আক্রমন করে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসলে ওইদিন বেলা প্রায় ১১ টায় তার মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মহিলার আঘাত ছিল গুরুতর। ২ নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক জানান, ওই এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমনে জানমালের ক্ষতি সাধিত হচ্ছে। চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।