নাইক্ষংছড়ির নতুন তিনজনের করোনা

নাইক্ষংছড়ি প্রতিনিধি ::বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় বৃহস্পতিবার নতুন তিনজনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। তারা মঙ্গলবার শনাক্ত হওয়া এক নারীর পরিবারের সদস্য।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অং সুই মারমা জানান, ২৭ এপ্রিল এক নারীর করোনা শনাক্ত হলে পরিবার ও আশেপাশের ১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেগুলো পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পাঠানো হয়। তাদের মধ্যে তিনজনের নমুনায় করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ১৭ বছরের কিশোরী ও পাঁচ বছরের শিশুপুত্র রয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নাইক্ষংছড়ি উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচজন। ১৬ এপ্রিল প্রথম শনাক্ত হওয়া ৬০ বছর বয়সী তাবলিগ জমাত ফেরৎ ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এর আগে থানচি উপজেলায় এক পুলিশসহ দুজন এবং লামা উপজেলায় এক নারীর নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়। থানচিতে করোনা আক্রান্ত যুবকের নমুনা দ্বিতীয়বার পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে।

এদিকে বুধবার রাতে বান্দরবান সদর উপজেলার সুলতানপুরে করোনা উপসর্গ নিয়ে এক নারী গেছেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার ল্যাবে পাঠানো হয়েছে।