দন্ড মওকুফ করে ১২৬ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত

দন্ড মওকুফ করে অবৈধভাবে বসবাসকারী ১২৬ জন প্রবাসী বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে কুয়েত।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে জাজিরা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট দেশে আসেন এই প্রবাসীরা। এদের মধ্যে ১২৫ জন পুরুষ ও একজন নারী। তারা কুয়েত জেল থেকে বিশেষ ক্ষমায় ছাড়া পেয়ে দেশে ফিরেছেন বলে জানা গেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান বাংলানিউজকে বলেন, আগতরা সবাই কুয়েতে বিভিন্ন কোম্পানিতে কাজ করতেন।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যেসব বিদেশি শ্রমিক কুয়েতে সরকারের আইন ভঙ্গ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সব অবৈধ প্রবাসীদের বহিষ্কার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ১২৬ বাংলাদেশিকে জেল থেকে মুক্তি দিয়ে ডিটেনশন সেন্টারে রাখা হয়। পরে প্রক্রিয়া শেষে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, দেশে ফেরা ১২৬ জনের কোভিড-১৯ নেগেটিভ সনদ থাকায় আমরা তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে পাঠিয়েছি।