জেগে উঠেছে তারুণ্য, জেগে উঠবে মানবিক বাংলাদেশ…

তরুণদের ব্যতিক্রমী উদ্যোগ : ভর্তুকি মূল্যে ১৫ টাকায় বাজার
বর্তমান কঠিন সময়ে অনেকের হাতে বাজার করার মতো পর্যাপ্ত টাকা নেই আবার হাত পেতে চাইতেও পারেনা এ বিষয়টি সমাধানের লক্ষ্যে ও করোনা ভাইরাসের সংক্রামন রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে বেশ ক জন তরুণ। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে ফোন কলে মাত্র ১৫ টাকা কেজি দরে কাঁচা বাজার, শুকনো বাজার এবং ওষুধ নিম্নবিত্ত-মধ্যবিত্ত সবার মাঝে পৌঁছে যাচ্ছে।

সামাজিক দূরত্ব বজায় রেখে জনগণের সেবা করার নিমিত্তে ব্যতিক্রমী এ উদ্যোগটি নিয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার একদল তরুণ। শনিবার ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে তরুণদের এ ব্যতিক্রমী সেবাটি চালু করেছে ওই এলাকার তরুণ সংগঠক কে এম মিনহাজ মাসুম।

তারই তত্ত্বাবধানে এ উদ্যোগ সফল করতে তার সঙ্গে মাঠে কাজ করছে কায়াসার সাদমান, ইয়ামন মজুমদার, নুরুল হুদা হৃদয়, আবদুল নূর কায়েস, আসিফ, সাকিব, মিজান, তাসিমসহ বেশ কয়েকজন তরুণ।

মানবসেবাধর্মী এ মহৎ কাজটি সম্পন্ন করতে এসব তরুণরা তিনটি টিমে বিভক্ত হয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে একটি টিম আশপাশের ক্ষেতে গিয়ে সরাসরি কৃষকের উৎপাদিত পণ্য ক্রয় করছেন। আরেকটি টিম কল সেন্টার ও অনলাইনেও অর্ডার নিচ্ছেন এবং অন্য টিমটি ভর্তুকি মূল্যে মাত্র ১৫ টাকায় কাঁচা বাজার, শুকনো বাজার এবং ওষুধ মুহূর্তের নিম্নবিত্ত-মধ্যবিত্ত সবার মাঝে পৌঁছে দিচ্ছেন।

এছাড়া উক্ত এলাকায় যাদের আসার সুযোগ রয়েছে তারা এসে ১৫ টাকা কেজি দরে নানা পণ্য ক্রয় করে নিয়ে যেতে দেখা গেছে। অবশ্য এ ক্ষেত্রে ১ কেজির বেশি কেউ ক্রয় করতে পারছে না।
`তরুণদের এ আবেগকে আমাদের ধারণ করতে হবে। যা তাদের স্বদেশপ্রেমের বহিঃপ্রকাশ। বাংলার প্রেমে উদ্বুদ্ধ হয়ে তরুণসমাজ যেভাবে এগিয়ে এসেছে তা ধরে রাখতে হবে। এর দায়িত্ব হচ্ছে আমাদের সমাজের। যেভাবে বাংলার তরুণ প্রেমের নেশায়ই জেগে উঠেছে। সত্যিই প্রশংসার দাবি রাখে।

যারা এ চমৎকার ও মহৎ উদ্যোগ গ্রহন করেছে তাদেরকে আর্থিক ও পণ্য সামগ্রী দিয়ে সহযোগীতার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি। তাদেরকে অল্প আর্থিক সহায়তা দিয়ে আপনিও ১৫ টাকার বাজারের অংশীদার হতে পারেন।

১৫ টাকার বাজারে যা আছে, সব ধরনের সবজি, চাল, ডাল, চিনি ইত্যাদি, ঔষুধ সামগ্রী। (সকাল থেকে বিকাল ৫টা)

তারুণ্য কি পারবে জয়ী হতে! এ যুদ্ধ কি শুধু তরুণদের? তারণ্যের পেছন থেকে আমারা শক্তি দিলে অবশ্যই তারা জয়ী হবে। করোনা নামক অদৃশ্য ভাইরাস এর কারেনে নিয়ন্ত্রিত পৃথিবীর বুকে আলো জ্বেলে দিতে আসুন সবাই তাদের পাশে দাড়াই….
বিকাশে ১৫ টাকার বাজারকে সামর্থ্য অনুযায়ী সহযোগীতা করার জন্য যোগাযোগ করুন: বিকাশ: 01721-541777, রকেট: 01676-431790

(চট্টগ্রামের ফতেয়াবাদ ও আশপাশের এলাকায় যে কোন সময় হোম ডেলিভারি পাওয়ার জন্য যোগাযোগ করুন :01631-461573, 01857-284360)

এ বিষয়ে কিছু পরামর্শ-
১.কর্মসূচি তে অংশ নেয়া তরুদদের নিজেদের নিরাপত্তা মাথায় রাখতে হবে, মাস্ক , গ্লাভস ইত্যাদি স্বাস্থ বিধি মেনে পড়তে হবে।
২.প্রশাসনের উচিত তাদের সহায়তা করা এবং ১০ টাকা দামের কিছু চাল তাদের মাধ্যমে বিক্রির সুযোগ দেয়া
৩.পুলিশের সার্বিক সহায়তার হাত বাড়ানো
৪.শিল্প প্রতিষ্ঠান ও বিত্তবান ব্যাক্তিদের আর্থিক ভাবে ও পণ্য দিয়ে তাদের পাশে দাড়ানো