যানজটে স্থবির চট্টগ্রাম নগরী

ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, গাড়ির ইঞ্জিন বিকল হওয়া ও সড়ক পরিবহনে শৃঙ্খলা ভেঙে পড়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে কাস্টম মোড় থেকে বিমানবন্দর সড়কে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর ফ্লাইট মিস হওয়ার আশঙ্কায় উদ্বিগ্ন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের প্লেনের যাত্রীরা।

মঙ্গলবার (৯ জুলাই) ভোর থেকে যানজটে স্থবির হয়ে পড়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সড়কটি ।সাংবাদিক রাশেদুল হাসান জানান, সকাল সাড়ে ৭টায় হালিশহর থেকে বের হয়েছি সোয়া ১০টার ফ্লাইট ধরার জন্য। অথচ দুই ঘণ্টা সিমেন্ট ক্রসিংয়ে আটকে আছি। শিডিউল টাইমে ফ্লাইট ছাড়লে নিশ্চিত মিস করবো।