কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে ওরিয়েন্টেশন

শুধু ভালো ছাত্র নয়, তোমাদেরকে একজন আর্দশ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : আনিমুল হক খান
কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে ভর্তি কৃত ছাত্র ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার কলেজ ভবনে অধ্যক্ষআমিনুল হক খানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন ক্লাশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব সাহেদ ইকবাল বাবু । অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আমিনুল হক খান বলেন ডক্টর এ.পি জে আবদুল কালাম বলেছেন স্বপ্ন বাস্তবায়ন নাহওয়া পর্যন্ত তোমাকে স্বপ্ন দেখতে হবে।আর স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখ, স্বপ্ন হল সেটাই যেটা পুরণের প্রত্যাশা তোমাকে ঘুমাতে দেয়না। তাই আমি শিক্ষার্থিদের বলছি তোমরা জীবনে যে কোন একটি ভাল লক্ষ্যের স্বপ্ন দেখো এবং তোমাদের জীবনে একটি টার্গেট রাখো দেখবে তুমি একদিন সফল হবে। আর এ সফল হওয়ার জন্য শুধু ভালো ছাত্র নয়, তোমাদেরকে একজন আর্দশ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে ।
এ বছর অত্র কলেজে ৬৫০০ অধিক আবেদনকৃত ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক বিভাগে বাচাইকৃত বোর্ড কতৃর্ক ১৩০০ জন ছাত্র/ছাত্রী ভর্তির সুযোগ পেয়েছে। অনুষ্ঠানে কলেজ গভর্নিং কমিটি সদস্য, অত্র কলেজের সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী সহ নবীন ভর্তিকৃত ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আব্দুর রউফ।