বৈরি আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে প্রস্তুতি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তত্ত্বাবধানে নগরের ১৬৪টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

চসিক জানিয়েছে, নগরে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে। এতে ইমামতি করবেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা সৈয়দ আবু তালেব মো. আলাউদ্দীন আল কাদেরী।

জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে প্রধান ঈদ জামাতের ফটকগুলোতে তিনটি মুভিং ক্যামেরাসহ ২২টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ঈদ জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সিসিটিভি ক্যামেরাগুলো মনিটরিং করা হবে সিএমপির কন্ট্রোল রুম থেকে।

বৈরি আবহাওয়ার পূর্বাভাস মাথায় রেখে নেওয়া হয়েছে প্রধান ঈদ জামাতের প্রস্তুতি। ভারি বৃষ্টি হলেও যাতে ঈদের নামাজ আদায়ে অসুবিধা না হয় সে জন্য ত্রিপলের শামিয়ানা দেওয়া হয়েছে।

একই স্থানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমুদুল হক।

প্রধান জামাত ছাড়াও চসিকের তত্ত্বাবধানে নগরের লালদীঘি ময়দানে আরও একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

নগরের ৪১টি ওয়ার্ডে কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

এদিকে, নগরের এমএ আজিজ স্টেডিয়াম মাঠে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনসহ প্রশাসনের ঊর্দ্ধতন কর্মকর্তারা অংশ নেবেন।

ঈদ জামাতকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।