মানজুকিচের গোলে জয়ের ছন্দে জুভেন্টাস

চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে জুভেন্টাস। সেই ধারাবাহিকতায় মারিও মানজুকিচের একমাত্র গোলে ইন্টার মিলানকে হারিয়ে জয়ের ধারা ধরে রেখেছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল।

জুভেন্টাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার রাতে সিরি ‘আ’ ১-০ গোলে ইন্টার মিলানের বিপক্ষে জিতেছে আল্লেগ্রির শিষ্যরা। এ জয়ে জয়ে দ্বিতীয় স্থানে থাকা নাপোলির চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে গেছে শিরোপাধারীরা।

ঘরের মাঠে ইন্টারের জালে প্রথম বল জড়ানোর সুযোগ ম্যাচের ১০ম মিনিটেই পেয়েছিল জুভেন্টাস। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্রস ডি-বক্সের মাঝ বরারবর পেয়ে পাওলো দিবালা হেড করলেও বল গোলরক্ষকের আঙুল ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে চলে যায়। এদিকে ২৯তম মিনিটে অনেকটা দুর্ভাগ্যের কারণে গোল বঞ্চিত হয় ইন্টার। রবের্তো গালিয়ার্দিনির শট গোলরক্ষককে পরাস্ত করলেও পোস্টে লেগে ফেরে।

আক্রমণ-পাল্টা আক্রমণে চলা ম্যাচের ৩৬তম মিনিটে জর্জো কিয়েল্লিনির হেড ঝাঁপিয়ে ঠেকান ইন্টার গোলরক্ষক সামির হান্দানোবিচ।

বিরতির পরও আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। কিন্তু কোন দলই পাচ্ছিলো না কাঙ্ক্ষিত গোলের দেখা। অবশেষে ৬৬তম মিনিটে ইন্টারের জালমুখ খোলেন মানজুকিচ। বাঁ দিক থেকে জোয়াও কানসেলোর দূরের পোস্টে বাড়ানো ক্রসে জোরালো হেডে স্বাগতিকদের এগিয়ে দেন তিনি।

পেছনে পড়ার পর ম্যাচে ফিরতে শেষ পর্যন্ত প্রানপ্রাণ চেষ্টা করে ইন্টার। গোলের সুযোগও পেয়েছিল দলটি। কিন্তু ফরোয়ার্ডের ব্যর্থতায় কোনভাবেই জুভেন্টাসের রক্ষণের প্রাচীর ভাঙতে পারেনি অতিথিরা।

এ জয়ে ১৫ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল জুভেন্টাস। অন্যদিকে সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার। ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে নাপোলি।