‘বিতর্কিত সেই পর্বটি সরানো হয়েছে’

বহুল আলোচিত ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকটির বর্তমানে চতুর্থ সিজন চলছে। সম্প্রতি প্রচারিত এ নাটকের কয়েকটি পর্বে ‘যৌন কর্মীর ছেলে’ সংলাপটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। কাজল আরিফিন অমি নির্মিত নাটকটির কয়েকটি পর্ব নেটিজেনদের আপত্তির মুখে ইউটিউব থেকে সরিয়ে ফেলেছে প্রযোজনা প্রতিষ্ঠান। এদিকে বিষয়টি নিয়ে নির্মাতা অমি মানবজমিনকে বলেন, যারা ‘ব্যাচেলর পয়েন্ট’র নিয়মিত দর্শক, তারা কিন্তু ঠিকই পছন্দ করেছে। আমি যখন বুঝবো আমার দর্শকরা পছন্দ করছে না অবশ্যই সেটা আমি করবো না। অমি আরও বলেন, সার্বিক দর্শকদের কথা বিবেচনা করে ‘যৌন কর্মীর ছেলে’ সংলাপের পর্ব প্রাইভেট করা হয়েছে। কারণ যারা বিষয়টিকে নেতিবাচকভাবে নিয়েছেন তারাও কিন্তু দর্শক। তারা আমার অন্য নাটক হয়তো পছন্দ করেছিলেন। দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে পর্বটি সরানো হয়েছে। পুনরায় এডিট করে বিপটোন বসিয়ে আবার আপলোড করা হবে পর্বটি।

অমি আরও বলেন, দেশের অনেক নাটক-সিনেমায় গালি ব্যবহার করা হয়। ওটিটির কনটেন্টে অনেক গালি ব্যবহার করা হয়। কিন্তু সেসব নিয়ে কারও মাথা ব্যথা নেই। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে যত কথা! আর ‘ব্যাচেলর পয়েন্ট’র প্রতি পর্বের শুরুতে ডিসক্লেইমার দেয়া থাকে এটি এডাল্ট কনটেন্ট এবং গল্পের প্রয়োজনে কিছু কিছু জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার হবে। যদি কেউ অল্পতে বিব্রত হয়ে থাকেন তাহলে দেখা থেকে বিরত থাকুন। এরপরেও যদি কেউ তার পরিবার ও বাচ্চাদের নিয়ে নাটকটি দেখে তাহলে তার নিজের দায়িত্বে দেখবেন। অমি আরও বলেন, যখন থেকে নাটকটি জনপ্রিয়তা পাওয়া শুরু করেছে তখন থেকেই কিছু মানুষ এ নিয়ে বাজে কথা বলছে। এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার। তবে দেশের অনেক সম্মানিত পেশার মানুষ আমাকে ফোন করে জানিয়েছে, তারা ‘ব্যাচেলর পয়েন্ট’ উপভোগ করেন। তাদের কথায় আমি বেশি অনুপ্রাণিত হয়েছি।