রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির পশ্চিমা দাবি প্রত্যাখ্যান করলো উ. কোরিয়া

রাশিয়ার কাছে অস্ত্র বিক্রির অভিযোগ অস্বীকার করেছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের তরফ থেকে একাধিক বার দাবি করা হয়েছে যে, অস্ত্র সংকটে পড়ে মস্কো এখন পিয়ংইয়ং থেকে অস্ত্র কিনছে। তবে এর জবাবে উত্তর কোরিয়া জানিয়েছে, তারা কখনো রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করেনি এবং ভবিষ্যতেও সেরকম কোনো পরিকল্পনা নেই। এ খবর দিয়েছে বিবিসি।

মার্কিন কর্মকর্তারা এর আগে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছিল, রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে অস্ত্র সংকটে পড়েছে। ফলে তারা এখন প্রতিবেশি উত্তর কোরিয়া থেকে রকেট ও গোলা কিনতে যাচ্ছে। শুধু উত্তর কোরিয়াই নয়, ইরান থেকেও রাশিয়া অস্ত্র কিনছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যদিও সেসময়ই ওই দাবি উড়িয়ে দিয়েছিল মস্কো। রাশিয়া অন্য দেশ থেকে অস্ত্র কিনছে এটাই প্রমাণ করতে পারতো যে পশ্চিমা নিষেধাজ্ঞা আসলেই কাজ করছে। তবে এখনও সংশ্লিষ্ট সবগুলো পক্ষই এই দাবি অস্বীকার করেছে।

ইরান ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা আছে জাতিসংঘের। তাই সেখান থেকে অস্ত্র কিনলে তা জাতিসংঘের নিষেধাজ্ঞা ভঙ্গ করা হতো।

তবে উত্তর কোরিয়ার সরকারি কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)- জানিয়েছে, এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জেনারেল ব্যুরো অফ ইকুইপমেন্টের একজন কর্মকর্তা বলেছেন, আমরা এর আগে কখনও রাশিয়ায় অস্ত্র বা গোলাবারুদ রপ্তানি করিনি এবং ভবিষ্যতে অস্ত্র রপ্তানির পরিকল্পনাও নেই।
এর আগে মার্কিন ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে উত্তর কোরিয়া থেকে লক্ষ লক্ষ রাউন্ড গুলি, রকেট এবং আর্টিলারি শেল কিনছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে, তিনি সেই সময়ে জোর দিয়েছিলেন যে ক্রয় এখনও সম্পূর্ণ হয়নি এবং ইউক্রেনে অস্ত্র ব্যবহার করা হচ্ছে এমন কোনও ইঙ্গিত নেই।

তবে পিয়ংইয়ং এর জবাবে জানালো, ওয়াশিংটন এবং অন্যান্য শত্রু বাহিনী উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে ‘অস্ত্র লেনদেনের গুজব’ ছড়াচ্ছে। উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম রপ্তানির অধিকার বজায় রাখার উপর জোর দিয়ে এটি বলেছে, আমরা যুক্তরাষ্ট্রকে বেপরোয়া মন্তব্য করা বন্ধ করার জন্য সতর্ক করছি।