জাহাজের স্ক্র্যাপ চুরি, গ্রেফতার ১২

কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজের স্ক্র্যাপ চুরির সময় ১২ জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে সদরঘাট নৌ থানার টহলদল কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, অভিযানে লাইটারেজ জাহাজ এমভি টিটু ৭ থেকে আমদানিকৃত স্ক্র‌্যাপ চুরির সময় জাহাজের মাস্টারসহ চোর চক্রের ১১ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১ হাজার ২৫০ কেজি আমদানিকৃত স্ক্র‌্যাপ, ওয়ার সিল কাটার যন্ত্রসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। আটক৯ জনসহ ১২ জনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের হয়েছে।

আটককৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (৪০), মো. মোক্তার হোসেন (৩৭), মো. নাজমুল হাসান (২৪), মো. রাজিব খলিফা (২৫), মো. করিম উদ্দিন (২২), আব্দুর রহিম (৩০), মো. জাহিদ (২১), মো. কালাম (৩৮), মো. আব্দুল (২৪), মো. ইদ্রিস (৩৫), সাজ্জাদ (২৩), মো. আবু তাহের প্রকাশ আকাশ (২৪)।

সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় অভিযান চালিয়ে লাইটারেজ জাহাজের স্ক্র‌্যাপ চুরি দায়ে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা হয়েছে।