চবি পরিসংখ্যান বিভাগের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় পরিসংখ্যান সমিতির উদ্যোগে পরিসংখ্যান বিভাগের বরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর ২০২২ চবি বিজ্ঞান অনুষদের ১নং গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান। চবি পরিসংখ্যান বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ রোকনুজ্জামান (আজাদ) এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উক্ত বিভাগের প্রফেসর ড. সোমা চৌধুরী বিশ^াস, প্রফেসর মোঃ এমদাদুল হক, প্রফেসর মোহাং মনিরুল ইসলাম ও বিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক (ইংরেজি) জনাব ফাহমিদা ইয়াসমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত বিভাগের শিক্ষার্থী নওশিন বিনতে জামাল জুই ও মোহাম্মদ আসিক সরকার।
মাননীয় উপ-উপাচার্য তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত এবং বিদায়ীদের অভিনন্দন জানান। তিনি বলেন, চবি বিজ্ঞান অনুষদের অন্তর্গত পরিসংখ্যান বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ। এ বিভাগের যারা ভর্তি হয়েছে তারা অত্যন্ত ভাগ্যবান। নবীন শিক্ষার্থীরা এ বিভাগের স্বনামধন্য শিক্ষকদের সান্নিধ্যে থেকে লেখাাড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য মাননীয় উপ-উপাচার্য শিক্ষার্থীদের আহবান জানান। তিনি বিদায়ী শিক্ষার্থীদের সফল কর্মময় জীবন কামনা করেন। পরে মাননীয় উপ-উপাচার্য অন্তরঙ্গন খেলাধুলা, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।