বইমেলা-২০২৩ এর জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে কবিবাড়ি

একুশে বইমেলা-২০২৩ ব‌ই প্রকাশের জন্য পাণ্ডুলিপি আহ্বান করছে কবিবাড়ি প্রকাশন। গল্প, কবিতা, ছড়া, উপন্যাস, ছোটগল্প, ভ্রমণকাহিনী, স্মৃতিকাহিনী, অনুবাদ, আত্মজীবনী, সায়েন্স ফিকশন, মুক্তিযুদ্ধসহ শিশুতোষ বই প্রকাশের জন্য নবীন ও প্রতিষ্ঠিত লেখকদের পাণ্ডুলিপি পাঠাতে অনুরোধ করা হচ্ছে।

পাণ্ডুলিপি জমা দেওয়ার নিয়মাবলী:
আপনি আমাদের কাছে পাণ্ডুলিপি দুই মাধ্যমে পাঠাতে পারেন।
১. লেখা কম্পোজ করে ই-মেইলের মাধ্যমে।
[email protected]
২. হাতের লেখা বা কম্পোজ প্রিন্ট করে কুরিয়ারে।
কবিবাড়ি, ডাকবাংলা পাড়া, বাঙ্গালহালিয়া, রাজস্থলী সদর, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আলাপন: ০১৮১৬৯০৬০৭০

▪️বাংলায় লিখিত মৌলিক ও অপ্রকাশিত পাণ্ডুলিপি পাঠাতে হবে। বাংলাভাষী যেকোনো বয়সের লেখক এতে অংশ নিতে পারবেন।
▪️পাণ্ডুলিপি পাঠানোর শেষ সময় ৩০ সেপ্টেম্বর, ২০২২।
▪️একজন লেখক যেকোনো ১টি বিষয়ে পাণ্ডুলিপি পাঠাতে পারবেন। পাণ্ডুলিপি আমাদের রিভিউ প্যানেল কর্তৃক গৃহীত হলে লেখকের সাথে যোগাযোগ করা হবে। সেজন্য পাণ্ডুলিপির সাথে অবশ্যই —
✓ পাণ্ডুলিপির সংক্ষিপ্ত সারমর্ম
✓ লেখকের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার
✓ ফেইসবুক আইডি লিংক
✓ ইমেইল এড্রেস যুক্ত করে মেইলে পাঠাতে হবে।
▪️পাণ্ডুলিপি SutonnyMJ অথবা ইউনিকোড ফন্টে কম্পোজ করে সফটকপি ই-মেইলে অথবা প্রিন্টকপি কুরিয়ারে পাঠানো যাবে।
▪️মুক্তিযুদ্ধ, সমাজ, রাষ্ট্র ও ধর্ম বিরোধী, নৈতিকতা ও মূল্যবোধহীন পাণ্ডুলিপি গ্রহণযোগ্য নয়।
▪️আমাদের কাছে পাঠানোর আগে পাণ্ডুলিপির একটি কপি অবশ্যই আপনার কাছে রেখে দিবেন।
▪️পাণ্ডুলিপি পাঠাবার ১৫ দিনের মধ্যে প্রকাশনা থেকে যোগাযোগ করা হবে। নচেৎ পাণ্ডুলিপি নির্বাচিত হয়নি মনে করে নিতে হবে।

নতুন লেখকরা তাদের পাণ্ডুলিপি নিজস্ব খরচে প্রকাশ করতে পারবেন। তবে পাণ্ডুলিপি মানসম্মত হতে হবে এবং প্রকাশিত বই নিজের দায়িত্বে সংরক্ষণ হবে। এছাড়াও প্রত্যেক কবি ও লেখকের ব‌ইগুলো রকমারি, বাতিঘর ও কবিবাড়ির নিজস্ব ওয়েব সাইটে www.kobibari.com মাধ্যমে সারাদেশের পাঠক ঘরে বসে কবিবাড়ি প্রকাশনের প্রকাশিত বইগুলো সংগ্রহ করতে পারবেন।
যে কোনো তথ্য জানতে ফোন করা যাবে ০১৮১৬৯০৬০৭০ নম্বরে।